মোঃ আলমগীর হোসেন।।
হাইমচর উপজেলা ২ নং আলগী উত্তর ইউনিয়ন জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটের দিন মিন্টু পাটওয়ারী তালা মার্কার সমর্থক ও নাজিমউদ্দীন পাটওয়ারী মোরগ মার্কার মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে মোঃ মিজান গাজী (৫৫), পিতা মৃত শাহাদাত গাজি, শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার সকাল ৯ টায়, চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর শুনে মোঃ বেলায়েত হোসেন পাটওয়ারী গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা গাপন করেন। তিনি মিজান গাজীর মৃত্যুর সাথে জড়িতদের দৃষ্টানমূলক শাস্তি দাবি করেন
মিজান গাজীর মৃত্যুর খবর শুনে হাইমচর থানা পুলিশ মৃত মিজান গাজির বাড়িতে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাবেক মেম্বার বাবুল মিয়া কালু গাজী বলেন, ৫ জানুয়ারী ভোটের দিন কেন্দ্রের বাহিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে মিজান গাজি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাকালিন সে মৃত্যু বরণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান নির্বাচনের দিন তালা ও মোরগ মার্কার সমর্থকদের মাঝে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ হলে মিজান গাজি আহত হন।
মিজান গাজীর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের চায়া নেমে আসে।