শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলন এর কম্বল বিতরণ 

reporter / ২২৬ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

চাঁদপুরে শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলন এর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে শীতার্ত পথচারী, দিনমজুর, রিকশাচালক ও অসহায় শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
পহেলা জানুয়ারি শনিবার রাতে শহরের বিপনিবাগ থেকে শুরু করে কোর্ট স্টেশন, শপথ চত্বর, বড় স্টেশন ও শহীদ মিনার এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাঃ জয়নাল আবদীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমেদ।
কম্বল বিতরন কালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এটা আমাদের মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ববোধ থেকেই পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। তিনি বলেন, এই শীতে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাই সমাজের বিত্তবানদের এসকল মানবিক কাজে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ চলবে।
জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমেদ বলেন, আমরা শীতার্তদের হাতে নূন্যতম দায়িত্ববোধ থেকে মাত্র একটি কম্বল তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্তদের কে এই কনকনে শীতে ইসলামী যুব আন্দোলন এর পক্ষ থেকে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র তুলে দিতে। আমরা সবে মাত্র শুরু করেছি। ধারাবাহিকভাবে শীতার্তদের জন্য আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলবে। আমরা চাই সমাজের একটি মানুষও যেন শীতে কষ্ট না পায়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সাবেক সাধারন সম্পাদক মাওলানা মাহদী হাসান, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি কেএম মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, প্রচার সম্পাদক মাওলানা ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক হাফেজ শাহাদাত, পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এমন ওমায়ের খান রাহাত সহ সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর