শিরোনাম:
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন

চাঁদপুরে সামাজিক নানা কর্মকান্ডের মধ্যদিয়ে এগিয়ে চলছে মুক্তির তোরণ ইসলামি সংগঠন

reporter / ১২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
“চলবো মোরা একসাথে-জয় করবো মানবতাকে”।
এই স্লোগানকে ধারন করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক সামাজিক নানা কর্মকান্ডের মধ্যদিয়ে মানবসেবায় এগিয়ে চলছে “মুক্তির তোরণ ইসলামি” নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে বিভিন্ন মানবসেবা দিয়ে এই পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকার সেবামূলক কাজ করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সংগঠনটি।
এরমধ্যে রয়েছে, করোনাকালীন সময়  অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে মানুষের মাঝে সেবা প্রদান, পবিত্র রমজানে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ, ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গোশত বিতরণ, মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, আগুনে পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান,
ঘর করার জন্য টিন উপহার প্রদান, অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ছাগল উপহার প্রদান এবং এস এস সি ও দাখিল পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদানসহ সামাজিক নানা কর্মকান্ড।
এর বাহিরেও মুক্তির তোরণ ইসলামি সংগঠনের সদস্যদের বিবাহ অনুষ্ঠানে ক্রেস্ট ও গিফট উপহার প্রদান করা হয়ে থাকে।
১০মে বুধবার “মুক্তির তোরণ ইসলামি সংগঠনটির ” ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেও সংগঠনের পক্ষ থেকে ১ জন অসহায় পরিবারকে চিকিৎসার জন্য নগদ ১০,০০০ টাকা এবং আরেকজন অসহায় বাবার মেয়েকে বিবাহ দেয়ার জন্য নগদ ৫,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাজের বিশেষ ব্যক্তিদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর মেটালের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মুক্তির তোরণ ইসলামি সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষে সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
একই ভাবে অনুষ্ঠানে আরো চারজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শারাফত উল্ল্যাহ, মোহাম্মদ মাহমুদুল করিম মোরশেদ , ইলিয়াস তপাদার, মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
২০২১ সালের ১০ মে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন। এই সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ রাকিব হাওলাদার ও উপদেষ্টা ডাঃ রাকিব হাসান ও মোঃ দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই সম্পৃক্ত রয়েছেন।  সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনের সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মুক্তির তোরণ ইসলামি সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাকিব হাওলাদার ও উপদেষ্টা ডাঃ রাকিব হাসান বলেন, একটি সংগঠনের প্রাপ্তি হলো সংগঠনটির প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার যোগফল। সংগঠনের সকলের সম্মিলিত প্রচেষ্টার কারনেই আজ আমরা এতদুর আসতে পেরেছি। এজন্য আমাদের সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে সকল শুভাকাঙ্ক্ষীরা এই পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা করেছেন মহান আল্লাহ তায়ালা তাদের সকল সহযোগিতা কবুল করুন ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। যাদের পরিশ্রম ও সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতা করতে পেরেছি। আগামীতেও তাদের এমন অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা নিয়ে সংগঠনের মাধ্যমে সবসময় অসহায় মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।


এই বিভাগের আরও খবর