শিরোনাম:
মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা

চাঁদপুর সদর হাসপাতালে ডাঃ গোলাম কাওসার হিমেলের সহকারী পরিচালক পদে যোগদান 

reporter / ২২৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডাঃ মোহাম্মদ গোলাম কাওসার, হিমেল  সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান। হাসপাতালের আরপি  ডাঃ মোঃ নোমান হোসেন, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারী) ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ পীযূষ সাহা  সহ হাসপাতালেরর নার্স, ব্রাদার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য :  ডাঃ গোলাম কাওসার হিমেল ২৭ তম বি‌সিএস এর পর ২০০৮ সালে সরকা‌রি চাকু‌রিতে যোগদান করেন। এরপর সরকারি বিভিন্ন স্বস্থ্য প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের  পূর্বে তিনি মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০১৯ সাল থেকে ২০২২ সালের ৯ ফেব্রুয়া‌রি পর্যন্ত দা‌য়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর