চাঁদপুর ৪কেজি গাঁজা সহ আটক ১

reporter / ১৬১ ভিউ
আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ৪ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারি কে আটক করা হয়েছে।এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস জানায়, সহকারী  পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে ২৩ মে,  সোমবার সাড়ে নয় ঘটিকায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী স্বর্ণখোলা রোডস্থ বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি
মোঃ কাজল মিয়া (৩৫)
পিতা- মৃত রইস আলীি
মাতা- মৃত রাহেলা বেগম
থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ কে  ০৪(চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। উক্ত মামলায় পরিদর্শক  মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।  গতকালের অভিযান পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম জানানোর ব্যাপারে জানতে চাইলে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন আমরা কতকাজ নিয়ে ব্যাস্ত থাকি আমরা তো আর পোস্ট নিয়ে থাকিনা এছাড়াও আমাদের অনেক কাজ আছে সেগুলিনিয়েও আমাদের ব্যাস্ত থাকতে হয়। এ সময় তিনি জানান পরবর্তীতে মাদক উদ্ধারের তথ্য সময়মত জানিয়ে দেওয়া হবে।


এই বিভাগের আরও খবর