শিরোনাম:

সামাজিক সংগঠন শাহরাস্তি ইউথ ফোরাম’র বৃক্ষরোপণ অভিযান

reporter / ১৭১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে উপজেলার সর্বাধিক প্রশংসিত অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন শাহরাস্তি ইউথ ফোরাম। সুন্দর পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়ে তোলার প্রয়াসে প্রথম দিনই তিন শতাধিক ফলজ,ঔষধি ও বনজ প্রজাতির গাছ রাস্তার দুই ধারে রোপণ করা হয় এবং ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশা চালক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার কুলশী থেকে ওয়ারুক বাজার সড়কে বৃক্ষরোপণ অভিযান ২০২২ শুরু হয়।
শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম দুলাল।
শাহরাস্তি ইউথ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় ও ফারুক নার্সারির স্বত্বাধিকারী শেখ মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ফিরোজ আহমেদ মোল্লা,ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহাগ,টামটা দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের সহ সভাপতি মোঃ মহসিন খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিজুল আজিজ রায়হান, অর্থ সম্পাদক মোঃ মাহবুব আলম, কার্যকরি পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ আহাদুল ইসলাম, মোঃ শিমুল আব্দুল্লাহ, হাসান,আফজাল, তুষার ও শাওন প্রমুখ।


এই বিভাগের আরও খবর