এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি
—– পুলিশ সুপার মিলন মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার প্রত্যেকটি থানায় একযোগে অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গ এবং গ্রাম পুলিশদের মাঝে প্রায় পনের শত প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইনে মাল্টিপারপাশ শেডে চার শতাধিক অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া টুকু সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি। এই ধারাবাহিকতায় চাঁদপুরের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে জেলা পুলিশ, চাঁদপুর পরিবার তার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় মানুষের সুখ দুঃখের ভাগীদার হতে চাই। পবিত্র ঈদুল ফিতর উৎসব যেনো সকলে হাসিমুখে উদযাপন করতে পারি, তারই সামান্য প্রয়াস জেলা পুলিশ। জেলা পুলিশের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যৎ’তে ও অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠামের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।