রূপগঞ্জ প্রতিনিধিঃ
দেশের জনপ্রিয় ও অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি রাজধানীর গুলশান এলাকায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ সিআইপি। এ সময় গত ১ বছরের প্রচারিত সংবাদে বিশেষ কৃতিত্ব অর্জন করায় সারাদেশের ১০জন প্রতিনিধিকে সম্মাননা পদক দেয় প্রতিষ্ঠানটি। এর মাঝে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও পূর্বাচল প্রতিনিধি রিপন মিয়াকেও বিশেষ সম্মাননা তুলে দেন এশিয়ান টিভির এইচ আর এডমিন আনোয়ার কবীর।
এ বিষয়ে রিপন মিয়া বলেন, রূপগঞ্জ ও পূর্বাচল অঞ্চল ছাড়াও আশপাশের মাদক, সন্ত্রাসী ও নানা অনিয়ম নিয়ে লিখে আসছি। এশিয়ান টিভিতে যোগদানের পর এ অঞ্চলের নানা সমস্যামুলক সংবাদ প্রচার করিয়েছি। এসব কাজে সব সময় আমাকে রূপগঞ্জ প্রেসক্লাব সহযোগীতা করেছেন। আমি চির কৃতজ্ঞ রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক খলিল সিকদারসহ এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ গাজী’র প্রতি। যারা আমাকে সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন। আমি বরাবরই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলবো ইনশাআল্লাহ।