শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা

reporter / ২৮৪ ভিউ
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে
—-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম 
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুয়ায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন কমিশনের অধীনে ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। বিএনপি ও তাদের দোসররা দেশে-বিদেশে এই ষড়যন্ত্র করছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি গতকাল শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার দশানী বেরিবাঁধ সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনে কোন দল না আসে তাহলে কাউকে দাওয়াাত দিরয় অংশগ্রহণ করানো হবে না। জালাও পোড়াও আর ষড়যন্ত্র না করে জনগণের কাছে যান। আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির অবস্থান হবে মুসলিম লীগের মত।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার জবাব দিয়ে দিবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ. টি.এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সন্ঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এ কে রিয়াজ উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী,  সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী মোল্লা, আওয়ামী লীগ উপ কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার শুভা প্রমূখ।
এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর