শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

কিছু মানুষ আছে যারা ধর্ম নিয়ে মিথ্যাচার করছে…. শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি

reporter / ৩০০ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

বিশেষ প্রতিবেদক: চাঁদপুরে ২০-২১ অর্থবছরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।শনিবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, মৌলবাদী, দেশ বিরোধী, যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে, উত্তেজিত করছে।মনি বলেন, ‘ধর্ম নিয়ে পাঠ্যবই থেকে কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি, যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,
ময়মনসিংহ-৮ আসনের এই সংসদ সদস্য অভিযোগ করেন, স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে ‘একটি ধর্মকে (ইসলাম) বাদ দিয়ে আরেকটি ধর্মকে (সনাতন) প্রাধিকার দিয়ে সংস্কৃতি বদলের চেষ্টা করা হচ্ছে।
এর উদাহরণ দিতে গিয়ে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে বেশ কয়েকটি পরিবর্তনের উল্লেখ করেন এমপি ফখরুল। পাঠ্যবইয়ে ‘সংস্কৃতি বদলের চেষ্টা’ বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।
বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি নিজেই সেই বক্তব্য প্রত্যাহারের আবেদন করেন স্পিকারের কাছে।
এ ছাড়া নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে স্ট্যাটাসও দেন ফখরুল ইমাম। স্ট্যাটাসে সংসদে তিনি যে তথ্য দিয়েছেন, সেটি ২০১৬ সালের উল্লেখ করে দৈনিক ইনকিলাবের অনলাইনে সে সময় প্রকাশিত ওই তথ্যের প্রাসঙ্গিকতা এখন আর নেই বলেন। তারিখ বিভ্রাটের ওই ‘অনাকাঙ্ক্ষিত পরিস্তিতির’ জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি জামাতের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্যই যেন সঠিকতা যাচাই না করে আমরা অন্য কারো কাছে না দেই। অনুষ্ঠানে নদী ভাঙ্গন কবলিত ১০১টি পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বৃক্ষমেলার উদ্বোধন করেন।


এই বিভাগের আরও খবর