শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুরে ৩২ ইভেন্টে শেখ কামাল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

reporter / ৩৯৪ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

খেলা-ধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে জেলা পর্যায়ের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৩২টি ইভেন্টে নিয়ে অনুষ্ঠিত হবে।
রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  কামরুল হাসান।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আমরা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতা বা টুর্নামেন্টে দেখেছি চাঁদপুর জেলা ভাল করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সকলের সহযোগিতার দরকার আছে। আমরা চাই শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একটি ভাল স্থানে থাকুক। তাই উপজেলা ও জেলা পর্যায়ের খেলাগুলো যেন ভাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৩২ ইভেন্টের প্রতিযোগিতাগুলো যেন সুন্দরভাবে সমাপন করা যায় এসব বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি মধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমূখ।
সভায় জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর