শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুর মাছঘাটে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ

reporter / ৪৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ।চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেরা ইলিশের দেখা না পেলেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ নিয়ে আসা হচ্ছে বড়স্টেশন মাছঘাটে।

ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে ঘাটের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির দুইবারৃর সাধারণ সম্পাদক রোটাঃ হাজী সবেবরাত সরকার জানান, বাজারে সত্যিই দক্ষিণাঞ্চলে ধরা পড়া ইলিশের সরবরাহ বেড়েছে। বৃহস্পতিবার চাঁদপুর মাছঘাটে ২৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই আকারে ছোট ও মাঝারি। ১ কেজি ওজনের ইলিশের মণ ৪৫ থেকে ৫০ হাজার টাকা, আর ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ‘ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু করলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।’

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরসহ দেশের বেশকিছু স্থানে নদীতে অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।


এই বিভাগের আরও খবর