শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

reporter / ৩৬১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

তরুণ প্রজন্মের সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠার ক্ষেত্রে খেলা ধুলার বিকল্প নেই
………শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
নিজস্ব প্রতিবেদকঃ
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ১৯ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠার ক্ষেত্রে খেলা ধুলার বিকল্প নেই। করোনার কারনে দু’ বছর আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারেনি। আজকে যে দুই দল খেলায় অংশ নিয়েছে তাদের উভয়কে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি খেলোয়াড় শুলভ মনোভাব বঝায় রাখার জন্য।

যেমন শিল্প সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। তেমনি খেলাধুলার ঐতিহ্যও কম নয়। খেলাধুলার আরো প্রসার ঘটাতে হবে। যাতে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতে পারে এবং মাদক ইভটিজিং সহ সামাজিক অপরাধ থেকে মুক্ত থাকতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার । জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব) রাশেদা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোল হওয়ায় পরে ফরিদগঞ্জ উপজেলা ট্রাইভেকারে ৪-২ গোলে চাঁদপুর সদর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়


এই বিভাগের আরও খবর