শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

ঝুঁকিপূর্ন কাঠেরপুলের মেরামত কাজে গড়িমসি হাজার হাজার মানুষের ভোগান্তি

reporter / ৩১০ ভিউ
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের হানিরপারে ঝুঁকিপূর্ণ কাঠেরপুল দিয়ে এক পৌরসভা ও এক ইউনিয়নের হাজার হাজার মানুষ পার হয়। বছরের পর বছর ভোগান্তি নিয়ে যাতায়াত করলেও সেখানে ঝুকিপূর্ন কাঠেরপুল মেরামত  করা হয়নি। এতে এলাকাবাসী সহ পথচারীরা ভোগান্তিতে পড়ছে।
এলাকাবাসী জানান, পুলটি মেরামতের জন্য বরাদ্ধ দেওয়া হলেও ঠিকাদারের গড়িমসির কারনে মেরামতের কাজ হচ্ছে না। তারা আরো জানান, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়নের মধ্যেবর্তী খালের উপর একটি পুরাতন কাঠের পুল রয়েছে। এ কাঠের পুল দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও পথচারীরা প্রতিনিয়ত আসা যাওয়ার করছে।
বিশেষ করে ছেংগারচর পৌরসভার জোরখালী, বারোআনী ও কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড়, পশ্চিম হানিরপাড়, কলাকান্দা গ্রামের লোকজন। দৈনিক হাজার হাজার লোক পাড় হয় এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে।
বছরের পর বছর ঝুঁকিপূর্ন কাঠেরপুল মেরামতের দাবি করলেও আজ পর্যন্ত আশ্বাসই জুটেছে। কাজের কাজ কিছুই হয়নি। পূর্ব হানিরপাড় গ্রামের এক ৬৫ বছর বয়স্ক কৃষাণী  জুলেখা বেগম বলেন, ওপারে আমাদের জমি আছে।
এই জমি দেখাশোনা করার জন্য ওপারে যেতে হয়। এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে যেতে অনেক কষ্ট হয়। কিছু দিন আগে আসার সময় পরে গিয়ে অনেক ব্যাথা পেয়েছি।
একই গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, কৃষি কাজের জন্য ওপারে জমির কাজ করতে যেতে হয়। ঝুঁকিপূর্ন এই কাঠেরপুল দিয়ে বোজা নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
এলাকাবাসীরা মনে করছেন, কাঠেরপুলটি অতিদ্রুত মেরামত করতে হবে। তা নাহলে যেকোন সময় ভেঙে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে প্রানহানির ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী মনির হোসেন জানান, ইতিমধ্যে এই কাঠেরপুল মেরামতের জন্য টেন্ডার হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার খুব শীগ্রই কাজ করবে।
এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানানের প্রোপাইটর আল-আমীন ফরাজিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর