শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

নরসিংদী ড্রিম হলিডে পার্কে ০৬-০৮ মেগা ফেস্টিভ্যালে চাঁদপুর ইউনিটি অংশগ্রহণ

reporter / ৫৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত ‘নরসিংদী ০৬-০৮ মেগা ফেস্টিভ্যাল ২০২২’ এ চাঁদপুর ইউনিটির সদস্যরা অংশগ্রহণ করে। গত ২১ অক্টোবর (শুক্রবার) চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর প্রায় ৪০ জনের একটি টিম অংশগ্রহণ করে।
ঐ দিন মিলনমেলায় সারাদেশের এক হাজারের বেশি ‘এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থী’ অংশগ্রহণ করে। নানা আায়োজনের মধ্য দিয়ে তারা দিনটিকে উৎসবমুখর করে তোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার সকালে একত্রিত হতে থাকে এই ব্যাচের সদস্যরা। কিছু সদস্য তাদের পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
দিনের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম মোল্লা। তিনি অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে।
চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর অংশগ্রহণকারীরা হলো- বাবু আনোয়ার, মাসুদ রানা, রাজন গাজী রাজু, ইয়ামিন আহমেদ শাকিল, এস এম সোহেল, কাজী রুবেল, কামরুল হাসান, মিসকাত শরীফ, শরীফ পাঠান, রবিউল আউয়াল সোহেল, মিলন মোল্লা, কবি ইকবাল, সাইফ সজিব, দিপক সরকার, মো. ফারুক চাঁদ, অর্পিক রায়, অপু, শোয়েব, লিংকন, মিলনসহ আরো অনেকে।
এদিকে অধিকাংশই একে অপরের অপরিচিত হলেও একই ব্যাচের সদস্য হওয়ায় চিরচেনার বন্ধু-মহল হিসেবেই একই ফ্রেমে বন্দী হয় ড্রিম হলিডে পার্কে।
বিকেলে সদস্যদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান থেকে এই ব্যাচের সকলেই যেন একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সামনে চলার অঙ্গীকার করে।


এই বিভাগের আরও খবর