নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মতলব দক্ষিণ উপজেলা শাখা’র কমিটি অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা শাখা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখা’র সভাপতি, এডভোকেট বদিউজ্জান কিরন ও সাধারণ সম্পাদক, এডভোকেট আমিরুল ইসলাম মন্টু’র স্বাক্ষরে গত ৫ জানুয়ারি তারিখে মতলব দক্ষিণ উপজেলা শাখা’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দিয়েছেন।
আরিফুল ইসলাম শান্তকে -সভাপতি এবং এএস পলাশকে সাধারন সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
জয়ন্তি ভৌমিক ও শরিফুল ইসলামকে সহ- সভাপতি,শামিম আহমেদ হীরা ও সায়মন পারভেজ তালুকদারকে যুগ্ম- সাধারন সম্পাদক
সবুজ হোসেন আপন সাংগঠনিক সম্পাদক
মাজেদা আক্তার ও সীমান্ত পালকে সহ সাংগঠনিক সম্পাদক, তুষার রায় দপ্তর সম্পাদক, গোলাম রাব্বিঅর্থ সম্পাদক
সয়ন বর্মন প্রচার ও প্রকাশনা সম্পাদক
তামিম তালুকদার সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, রিতা কর্মকার সাংকৃতিক বিষয়ক সম্পাদক, জনি কর্মকার অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, সৈকত তালুকদার ক্রিড়া সম্পাদক
প্রিয় সরকার পাঠাগার বিষয়ক সম্পাদক
আরফিুল ইসলাম নৃত্য বিষয়ক সম্পাদক
জনি কর্মকার চারু কলা বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য,শেখ ফজলুল করিম সেলিম,
রাখাল মজুমদার,
কামরুজ্জামান কাকন, জাহিদ খান বাবু, তাপস সরকার, মুক্তা আক্তার, মাহবুবা আক্তার শিউলি
রিদিতা সাহা, পুনম চক্রবর্তি।