শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট

reporter / ২২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ড চরমুকুন্দি গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে এক সিসি ক্যামেরা ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সেই সাথে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর ও লুটপাট চালায় তারা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম চরমুকুন্দি গোরস্তানের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী বাবুল প্রধান (৩৫) বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আহত স্মার্ট সিকিউরিটি সলিউশন এর স্বত্বাধিকারী চরমুকুন্দি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বাবুল প্রধান বলেন, গত সোমবার (২৭ অক্টোবর) চরমুকুন্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন জুয়েল ও মুন্না দেওয়ানের ছেলে গোলাম রাব্বির কাছে আমার প্রতিষ্ঠানের আরেক পরিচালক বাবু সিসি ক্যামেরা সেটিং ও বিক্রয়ের টাকা পেত। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তারা বাবুকে ছুরিকাঘাত করে। আর এই ঘটনার বিষয়টি আজ (বুধবার) এলাকায় সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু তারা দলবল নিয়ে আমাকে এলোপাথারি মারধর ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। সেই সাথে আমার বসত ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ অর্থ সহ আনুমানিক ৪ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।

বাবুল প্রধান আরও অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় এলাকার মৃত জুয়েলের ছেলে জিসান (২৫), কাওসারের ছেলে সাব্বির (২৩), কবিরের ছেলে অন্তর (২২), সফিকের ছেলে লিমন (২৭) ও হাবিবসহ কয়েকজন রাব্বি ও জুয়েলের নেতৃত্বে আমার উপর হামলা করে।

এদিকে হামলার সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার এসআই ইকরামুল সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও হামলায় আহত বাবুল প্রধান এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেননি।

অপরদিকে হামলায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর