শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

রোড পারমিট না থাকায় পদ্মা বাস কাউন্টারে অভিযান, বাস শ্রমিকদের সড়ক অবরোধের জেরে সমঝোতা

reporter / ২৫৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুুরের হাজীগঞ্জ থেকে কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী পদ্মা এক্সক্লুসিভ এর রোড পারমিট না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ১০ জুলাই সোমবার সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ^রোড এলাকায় হাজীগঞ্জ গৌরিপুর সড়কে সদ্য চালু হওয়া পদ্মা এক্সক্লুসিভ বাসের ভ্রাম্যমান কাউন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রে মেহেদী হাসান মানিক। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. আব্দুর রশিদ।
ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা কালে ভাসমান কাউন্টারের চেয়ার টেবিল এবং রিসিট জব্দ করা হয়।
র্দীঘদিন যাবৎ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাড়সকে কুমিল্লা হয়ে ঢাকাগামী পদ্মা এক্সক্লুসিভ বাস চলাচল করে আসছে। এ সড়কে চলাচলের অনুমতি থাকলেও হাজীগঞ্জ বিশ^রোড কচুয়া গৌরিপুর সড়কে চলাচলের কোন অনুমতি নেই। বিআরটিএ’র অনুমতি না নিয়ে পদ্মা এক্সক্লুসিভ ৮ জুলাই শনিবার কচুয়া-গৌরিপুর হয়ে ঢাকার পথে চলাচলের র্কাযক্রম চালু করে।
ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনার দেড় ঘন্টার পর হাজীগঞ্জ পশ্চিম বাজারে চৌরাস্তায় মুজিব চত্ত্বরের চার পাশে পদ্মা বাস শ্রমিকরা বাস দিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
এসময় পদ্মা বাসের শ্রমিকরা অভিযোগ করে, হাজীগঞ্জ বিশ^রোড থেকে কচুয়া-গৌরিপুর সড়ক হয়ে ঢাকাগামী বাস গুলোর মধ্যে কোনটির বাসের রোড পারমিট নেই। এক তরফা পদ্মা বাস চলাচল বন্ধ করার পায়তারা করায় এ আন্দোলন করা হয়েছে।
প্রায় ১ ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ থাকার পর পদ্মা বাস চলাচলের বিষয়ে সমঝোতা হলো অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
তবে আল-আরাফাহ এক্সপ্রেস এর এমডি হুমায়ুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের গাড়ি চলাচলের জন্য রোড পারমিট রয়েছে। এ পথে চলাচলে কেউ কাউকে বাঁধা দেয়নি। দুটি সড়কে গাড়ি চলাচলে কেউ কাউকে বাঁধা দেয়নি। তবে প্রশাসন অভিযান পরিচালনা করলে এতে কারো উপর দোষ চাপানোর কারণ নেই।
ঢাকাগামী পদ্মা এক্সক্লুসিভ এর এর মালিক পক্ষের সাথে বার বার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
হাজীগঞ্জ থানা ট্রাফিক ইনর্চাজ  বোরহান উদ্দিন বলেন, আল আরাফাহ, সুরমা বাসের রোড পারমিট আছে। হয়তো অতিরিক্ত কয়েকটি চলতে পারে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো। তবে পদ্মা এক্সক্লুসিভ বাস কচুয়া সড়কে চলাচলে কোন রোড পারমিট নেই। যার কারণে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বোরহান বলেন, আল-আরাফা এবং সুরমার রোড পারমিট আছে হয়তো অতিরিক্ত কিছু বাস চলে কিন্তু পদ্মা বাসের এই রোডের পারমিট নাই তাই ভ্রাম্যমাণ আদালতে  অভিযান চালানো হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রে মেহেদী হাসান মানিক বলেন, হাজীগঞ্জ থেকে কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী পদ্মা এক্সক্লুসিভ এর রোড পারমিট না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে পদ্মা বাস কাউন্টার থেকে দুইজনকে করা হয়। শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়ে আটক দুই জনকে ছেড়ে দেয় পুলিশ।


এই বিভাগের আরও খবর