শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা

reporter / ৩০ ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সজীব হোসেন পিন্টুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোলাম মোস্তফা মন্টু সরকার বলেন, শিশু-কিশোররাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবকালেই বিদ্যালয়ের মাধ্যমে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। অভিভাবকরা সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন, কারণ শিক্ষকরা তাদের সঠিক পথে পরিচালিত করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থী সংখ্যা বাড়াতে শিক্ষক, অভিভাবক, প্রবাসী এবং যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়টির সাবেক শিক্ষক মোঃ মফিজ মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মো. শহীদুল্লাহ প্রধান, নুরুল হুদা সরকার অবন, ইউপি সদস্য আবুল কালাম সরকার, মোহাম্মদ রেহান উদ্দিন প্রধান, আইয়ুব আলী মিয়াজী, মো. জাকির প্রধান, মো. বোরহান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং অভিভাবকদের মধ্যে শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়কে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে স্থানীয়ভাবে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর