শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত: সড়কের টায়ারে আগুন

reporter / ৪৫৬ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করেছে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের একাংশের সমর্থকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ বন্ধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এরপর পরই জরুরী সংবাদ সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক জানান, যারা সম্মান করে চেয়ারে বসিয়েছে তারাই এখন অসম্মান করছে। এ পরিস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব না।
নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে প্রতীক বরাদ্দের কথা ছিলো। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করলেও ৪৫ মিনিটের মাথায় কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু উশৃংখল লোকজন নিয়ে এসে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র ছুড়ে ফেলে দেয়। এবং নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কার্যালয় ত্যাগ করতে বাধ্য করে।
নির্বাচন কমিশন জানান, প্রার্থীদের দাবি প্রেক্ষিতে তাদের দেয়া৭২  জন ভোটারের আপত্তি নিষ্পত্তিকরণে  তিন ৩ সদস্য বিশিষ্ট কমিটি করলে  তারা ১৯ জনের ভোটাধিকার স্থগিত করেন। এছাড়াও কয়েকটি অভিযোগের নিষ্পত্তি করেন।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিরন্ত্রণ করে।


এই বিভাগের আরও খবর