শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

reporter / ৩২২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন।
‘স্বপ্নের ফরিদগঞ্জ’ স্বপ্নের মতোই কাজ করেছে। ১৭ জন অসহায় শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা দিয়ে প্রশংসা কুড়িয়েছে। ব্যতিক্রমী এই কাজটি করেছে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ নামের সামাজিক সংগঠন। যে স্বপ্ন নিয়ে সংগঠনের পথ চলা, সেই স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সমাজে পিছিয়ে থাকা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচ.এস.সি. পরীক্ষার ফরম ফিলাপ সম্পন্ন হয়েছে।

১৭ জন শিক্ষার্থীর ফরম ফিলাপে সর্বমোট ব্যয় হয়েছে ৪৫ হাজার ৬৯৫ টাকা। এর মধ্যে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ১১ জন, কালির বাজার কলেজের ৪ জন, লাউতলি কলেজের ১ জন ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ১ জন।

সংগঠনের সভাপতি লিমন বলেন, আমাদের সংগঠনের সহযোদ্ধারা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অবদান রেখেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো অনেক শিক্ষার্থীর জন্যে নতুন আশার দ্বার খুলে দেবে। শিক্ষা কখনোই আর্থিক সংকটের কারণে বন্ধ হতে পারে না। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর