শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter / ২৮৪ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরনের পূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা বাবার সব কিছু অনুসরন করেন। দারিদ্রের দেশগুলো বাংলাদেসের কাছে শিখতে পারে। শেখ হাসিনা মায়ের মমতায় দেশ পরিচালনা করেন। ২০১৮ সাল থেকে আমারা মাছ উৎপাদনে এগিয়ে গেছি। আমরা বিদেশে মাছ রপ্তানী করছি ব্যাপক আকারে। চাঁদপুর ইলিশ রপ্তানীতে ব্যাপক ভূমিকা রাখছে। আমি চাঁদপুরের সন্তান এতে আমি গর্ববোধ করি।
তিনি আরো বলেন,আমাদের দেশে কৃষি উৎপাদন বেড়েছে। বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম। প্রধানমন্ত্রী বলেছেন ১ ইঞ্চি জায়গা যেনো অনাবাদি না থাকে। ঠিক মাছ চাষে আমাদের তাই করতে হবে। কোন জলাশয়,পুকুর,ডোবা খালি রাখা যাবে না। মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস বিভাগের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক আব্দুস সাত্তার, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান,কান্ট্রি ফিসিং বোর্ডের সভাপতি শাহাআলম মল্লিক।


এই বিভাগের আরও খবর