শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুরে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মেঘনা নদীতে আবারো অভিযান চালিয়ে অবৈধভাবে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ( ৪ মে ) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ০৬ টি পাঙ্গাশের পোনা নিধনের বাঁশ-বেতের তৈরি বড় আকৃতির চাঁই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জীবিত পাঙ্গাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। মৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বর্ষার আগ মুহূর্তে জাটকা মওসুমে  চাঁদপুরের নদী নদীতে ব্যাপক পাঙ্গাসের পোনা বিচরণ করে। এ সময় স্থানীয় এক শ্রেণীর জেলে নামধারী লোক বড়শী এবং চাঁই পেতে নদীর বাংলাদেশের পোনাগুলো নিধন করে আসছিল। এসব পোনাকে বড় হবার সুযোগ দেওয়া হতো না। নদনদীর পাঙ্গাসের পোনা নিধন মৎস্য আইনে অপরাধ। জাটকার পাশাপাশি চাঁদপুর কোস্টগার্ড এই প্রথম পাঙ্গাসের পোনা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করছে এবং তারা সফল হচ্ছে। সচেতন মহল কোস্টগার্ডের এ অভিযানের প্রশংসা  করছে।


এই বিভাগের আরও খবর