শিরোনাম:
মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

reporter / ৩২৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেদায়েত উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের চতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের ভাই জাকির হোসেন জানান, তার মেঝোভাই হেদায়েত উল্লাহর পৌর এলাকার চতুরা ব্রিজের পাশে চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় এদিন সকালেও চায়ের দোকানটি খোলেন। দোকানে চিনিসহ অন্যান্য সামগ্রীর প্রয়োজন হওয়ায় তিনি তা ক্রয়ের জন্য বিপরীত পাশের দোকানে যাওয়ার সময়ে রায়পুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স প্রস্তুতের সময়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হেদায়েত উল্লাহ ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের আজিম পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এই বিভাগের আরও খবর