শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

শাহরাস্তির রিনা হত্যা মামলার ঘটনাস্থলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

reporter / ৩২০ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

শাহরাস্তির আলোচিত রিনা হত্যা মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

রোববার (১৯ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়ন এর গৃহবধু রিনা আক্তার (২৫) হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

এ সময় পুলিশ সুপার নিহতের পরিবার ও স্থানীয় প্রতিবেশীদের সাথে কথা বলেন। তিনি বলেন রিনা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ভিকটিম রিনা আক্তার (২৫), পিত- বিল্লাল হোসেন, সাং- টামটা পাটোয়ারী বাড়ি, টামটা দক্ষিণ ইউনিয়ন থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর এর বিগত দুই মাস পূর্বে হাবিবুর রহমান(৪৫), পিতা- লুৎফর রহমান, সাং- সুরসই, টামটা উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর এর বিবাহ হয়। গত ১৭ নভেম্বর তারিখ ভিকটিম রিনা আক্তার তার স্বামীকে না বলে শ্বশুর বাড়ি থেকে চলে যায়। ১৭ নভেম্বর তারিখ ভিকটিম রিনা আক্তার ঢাকা থেকে তার স্বামীর বাড়িতে গেলে এতোদিন কোথায় ছিল ভিকটিমকে তার স্বামী জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে তর্ক বির্তক হয়। একপর্যায়ে স্বামী হাবিবুর রহমান উত্তেজিত হয়ে ছুরি দ্বারা ভিকটিম রিনা আক্তারকে উপুর্যুপরি ডান হাতের বাহু, পেটে, বুকে ও পায়ে আঘাত করে। ভিকটিমের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজন এগিয়ে এসে স্থানীয় ওয়ারুক বাজার মেডিল্যাব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। ভিকটিমকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে।
এই সংক্রান্তে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তারিখ- ১৮ নভেম্বর, ২০২৩; জি আর নং-১৬৭, তারিখ- ১৮ নভেম্বর, ২০২৩; সময়- ১৫:৩০ ঘটিকা। ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
এজাহারনামীয় আসামী ১. মোঃ হাবিবুর রহমান খোকন(৪৫), পিতা-লুৎফুর রহমান লাতু, মাতা-রাবেয়া খাতুন অরুনী ,স্থায়ী: গ্রাম- শোরসই (কাজী বাড়ী) , উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ২. আমেনা বেগম(৩০), , স্বামী/স্ত্রীমোঃ আমজাদ হোসেন ,স্থায়ী: গ্রাম- শিবপুর (বাংলা বাজার)(টামটা দক্ষিণ ইউনিয়ন, ) , উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ৩. লাকী বেগম(৪৫), স্বামী/স্ত্রীমোঃ শাহিন মিয়া ,স্থায়ী: গ্রাম- রাজাপুর (টামটা উত্তর ইউনিয়ন ) , উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ৪. রাবেয়া খাতুন অরুনী(৬২), , স্বামী/স্ত্রীলুৎফুর রহমান ,স্থায়ী: গ্রাম- শোরসই (কাজী বাড়ী) , উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ৫. লুৎফুর রহমান(৬৮), পিতা-মৃত আবুল হাশেম ,স্থায়ী: গ্রাম- শোরসই (কাজী বাড়ী)(টামটা উত্তর ইউনিয়ন ) , উপজেলা/থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুর সহ অজ্ঞাতনামা ২/৩ জন।
এ সময় সহকারী পুলিশ সুপার(কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর