মো.মজিবুর রহমান রনি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুল ইসলামের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টা উপজেলা পরুষদের হলরুমে উপজেলার সর্বস্তরের সুধীজনের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত চেয়ারম্যান) গোলাম ফারুক মুরাদের সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম.জাহাঙ্গীর আলম। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ,বলাখাল জে.এন.উচ্চ বিদয়ালয়ের(ভারপ্রাপ্ত অধ্যক্ষ) খোদেজা,বেগম,মাদ্রাসা শিক্ষকদের পক্ষে রাজারগাওঁ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান,শিল্পকলা একাডেমির পক্ষে গাজী সালাউদ্দিন, সংবাদ কর্মীদের পক্ষে এনায়েত মজুমদার, মাধ্যমিক শিক্ষক পরিষদের পক্ষে টংঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ইসমাইল হোসেন,হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস।
প্রাথমিক শিক্ষকদের পক্ষে রায়চো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা শামীম, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন,উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল,পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী প্রমুখ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা মো.শাহাজানসহ উপজেলার সকল কলেজের অধ্যক্ষ,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজনৈতিক,সামাজিক বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুহিলপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম,গীতা পাঠ করেন বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো রানী সাহা।