শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার নাট্য ও সাংস্কৃতিক পরিষদের যৌথ সভা

reporter / ১২২ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

“এসো মিলি মুক্তির মোহনায় ” এ স্লোগান কে হৃদয়ে ধারন করে ১৯৯২ সাল থেকে চাঁদপুরে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মাস ব্যাপী সাংস্কৃতিক ও নাট্য মঞ্চায়নের লক্ষ্যে নাট্য ও সাংস্কৃতিক পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারের সভাপতিত্বে ও এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে যারা সংস্কৃতিক ও নাটক পরিবেশন করবে তারা অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করতে হবে।
এক বছর আগে বিজয় মেলায় এসে নাটক করেছেন, সারা বছর কোনো কার্যক্রম ছিলনা এমন সংগঠন কে বিজয় মেলায় অনুষ্ঠান করা উচিত নয়। এবছর আমরা এ বিষয়টি দেখবো। আমরা চিনি না জানিনা এমন ব্যাক্তি কে দিয়ে কোনো অনুষ্ঠান বিজয় মেলা মঞ্চে করাবেন না।বক্তারা আরো বলেন, আমাদের মাঝ থেকে মুক্তিযুদ্ধারা হারিয়ে যাচ্ছে। তাদের স্মৃতিচারণ শুনতে এক সময় এ বিজয় মেলায় রাত জেগে দর্শনার্থিরা বসে থাকতো। অনেক রাতে আমরা নাটক শুরু করে ভোর রাতে শেষ করতে হয়েছে। এখন আর এ ধরনের কোনো পরিস্থিতি বিজয় মেলায় নেই। এটা একটা প্রেক্ষাপটের কারণে হয়েছে। সাংস্কৃতিক ও নাট্য অনুষ্ঠানের জন্য আমরা যে সিডিউল তৈরি করবো তা পরিবর্তন পরিবর্ধন করতে যাবে না।

এ সময় বক্তব্য রাখেন, বিজয় মেলার মহা সচিব ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ,মুক্তিযুদ্ধের বিজয় মেলার নির্বাহী পরিষদের সদস্য ও অনন্যা নাট্য বৃষ্টির সভাপতি শহীদ পাটোয়ারী, প্যানের মেয়র ও চাঁদপুর ড্রামার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াস, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী,নাট্য পরিষদের আহ্বায়ক ও অনুপম নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, সারদা দেবী সংগীত একাডেমির অধ্যক্ষ নীহার রঞ্জন হালদার মিলন, জাগরন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন, স্বপ্ন কুড়ি সাংস্কৃতিক সংগঠনের সভানেত্রী সুলতানা আক্তার সেতু।

এ সময় আরো উপস্থিত ছিলেন কণ্ঠ শিল্পী মনোজ আচার্জী, সুরধ্বনি সঙ্গীত একাডেমির অনিতা নন্দী,পুনাক সংগীত প্রশিক্ষক শিপ্রা মজুমদার,সপ্তরূপা নিত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী,উদয়ন সংগীত বিদ্যালয়ের নিত্য প্রশিক্ষক আভা রায় অপু, সুরধ্বনি নিত্য শিক্ষালয়ের অধ্যক্ষ সুমা দত্ত, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিঙ্কু, কণ্ঠশিল্পী বীরেন সাহা, রক্সি মিউজিক্যাল একাডেমির অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, নট মঞ্চের প্রতিষ্ঠাতা পি এম বিল্লাল হোসাইন,বঙ্গদ সাহিত্য ও সংস্কৃতিক গোষ্ঠীর স্বজন সাহা,তবল শিল্পী ও চাঁদপুর ড্রামার নাট্য শিল্পী পরিমল দাস নুপুর,মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, মুক্তিযুদ্ধের বিজয়মেলার স্মৃতি সংরক্ষণ সংরক্ষণ ও প্রদর্শনীর আহবায়ক মনির হোসেন মান্না,সদস্য সচিব অভিজিৎ রায়,রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন,সদস্য শাজাহান খান,গিটার শিল্পী দিলীপ কুমার ঘোষ,কচুয়া রহিমানগর ঝিরমিল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি টি এইচ মোহন, অরুপ নাট্য গোষ্ঠীর সম্পাদক সাধন দত্তসহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর