নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরে ওয়াফেল ওয়ালি রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১০ নভেম্বর) রোববার বিকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচে স্থাপিত ওয়াফেল ওয়ালি ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালকের বাবা মোঃ রুহুল আমিন মিজি ও মা রওশন আরা।
ওয়াফেল ওয়ালি পরিচালক ব্লগার ফারজানা আক্তারের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানা উইমেন কেয়ার বিউটি পার্লারের পরিচালক রোমানা রুমকি, মঞ্জিল মিজি, আরিফ মিজি, সোহেল মিজি, খাদিজা আক্তার, মারুফা আক্তার, টিকটকার রুহি আফরোজ, ইউটিউব কন্টেন্ট কিউটার নোমান এভি, ইফতেখার আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াফেল ওয়ালি পরিচালক ফারজানা আক্তার জানান, তার এই প্রতিষ্ঠানে ১৪ টি আইটেম সহ ফাস্ট ফুডের বিভিন্ন খাবার সরবরাহ করা হবে।