শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন

reporter / ৫৪৭ ভিউ
আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি –  চাঁদপুর সদর ঐতিহ্যবাহী ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির টানা ৪র্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্য্যাডঃ হুমায়ূন কবির সুমন। সোমবার বিকাল ৩টায় বিদ্যালয়ের অভিভাবকদের ভোটে তিনি টানা ৪র্থবার সভাপতি নির্বাচিত হন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন জানান, নিয়ম অনুসারে ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যদের ভোটে হুমায়ূন কবির সুমন সভাপতি নির্বাচিত হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউর করিম জানান, স্কুল পরিচালনায় ১১ ডিসেম্বর সোমবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকলের ভোটে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন সভাপতি নির্বাচিত হন। অ্যাডঃ হুমাযূন কবির সুমন টানা ৪র্থবার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষে থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তার সুযোগ্য নের্তৃত্বে বিগত দিনে সুন্দর ভাবে স্কুল চলেছে, আগামীতে ও চলবে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি।
নবনির্বাচিত সভাপতি বলেন, তিরি ঘোলঘর আদর্শ উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করার চেষ্টা করছেন।, এখন ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি কার্যক্রম চলছে, নবনির্বাচিত সকলের দায়িত্ব হচ্ছে, যার যার এলাকা থেকে নতুন নতুন ছাত্র ছাত্রী ভর্তি করাই আমাদের নবনির্বাচিত সকলের দায়িত্ব।

তিনি বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অভিভাবক সদস্যরা যারা আমাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে।

অ্যাডঃ হুমায়ূন কবির সুমন ৪র্থবার সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডঃ কবির চৌধুরী।


এই বিভাগের আরও খবর