শিরোনাম:
মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনোনীত রাব্বানী

reporter / ২১৮ ভিউ
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩২১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে  মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতিসন্তান মেহেদী হাসান চৌধুরী রাব্বানী কে  নির্বাচিত করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাব্বানী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে পদার্পণ করেছিলাম। তার আদর্শ নিয়েই যেনো জীবনের শেষ পর্যায়ে যেতে পারি তার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিঝি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ তৃণমূলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য,  তার আপন বড় ভাই এডভোকেট সেলিম মিয়া মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর