নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে নৌকা জাল ও ৮ জন অসাধু জেলে কে আটক করা হয়েছে এ ব্যাপারে নৌ পুলিশ জানায়,০৮ মার্চ মঙ্গলবার এসআই(নিঃ)/মোঃ বজলুর রহমান, ইনচার্জ, নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি, সখিপুর, শরীয়তপুর আটজন আসামী ১) মােঃ শাহআলম ঢালী(৩০), ২। মাইনুদ্দিন সরদার (২৫), ৩। মােঃ হুমায়ুন সরদার (৩০), ৪। মােঃ নাজিম উদ্দিন উকিল (২০) ,৫। শাকিল সরকার (২৩), ৬। জেতাল মালত (২০) , ৭। মােঃ নাহিদ উকিল (১৮), ৮। মােঃ কাউছার বেপারী (২৫)দের সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন। তাহাদের দখল হইতে০১(এক) টি ডাবল ইঞ্জিন চালিত কাঠের নৌকা যাহার দৈর্ঘ্য অনুমান৫০(পঞ্চাশ) ফুট, প্রস্থ ০৫(পাঁচ) ফুট যাহার মূল্য ইঞ্জিন সহ অনুমান ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং সাদা রংয়ের ০১(এক)টি পুরাতন কারেন্ট জাল যাহার দৈর্ঘ্য ৫,০০০মিটার, প্রস্থ ০৫ মিটার= ২৫,০০০(পঁচিশ হাজার) বর্গমিটার যাহার আনুমানিক মূল্য ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করেন। এ ব্যাপারেমামলা রুজু করা হয়েহ বলেও জানান নরসিংপুর নৌ থানার ইনচার্জ বজরুল রহমান.