হাজিগন্জ প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলা মৎস কার্যালয়ের উদ্যেগে জাতীয় মৎস সপ্তাহ পালন।
২৪ জুলাই রবিবার দুপুরে বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো.শাহজাহানের সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্বরে এসে মৎস পোনা অবমুক্ত করে মৎস সপ্তাহের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
র্যালী ও আলোচনা সভায় বক্তব্য প্রধান করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান এসময় তিনি মৎস সপ্তাহের কর্মসূচি সহ মৎস বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত বক্তব্য প্রধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রদানিয়া,৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রদানিয়া সুমন, ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ