নিজেস্ব সংবাদদাতাঃ-
চাঁদপুরে নাজির পাড়াস্থ আন্ নাজির আইডিয়াল মাদ্রাসার হেফজ বিভাগ২০২২
শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠিত হয়ছে।
৫ জানুয়ারি বুধবার সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. নিজামুল হক এর সভাপতিত্বে, এবং উপাধ্যক্ষ, মো. হারিছ উদ্দিন এর সঞ্চালনায় সবক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যাপক সোয়ায়েব
সাপ্তাহিক পাঠক সংবাদ এর নির্বাহী সম্পাদক, আরিফুল ইসলাম শান্ত।
এসময় বক্তারা বলেন, আধুনিকতার যুগে প্রযোক্তিগত শিক্ষা ব্যবস্থার সমন্নয়ে আন্ নাজির আইডিয়াল মাদ্রাসা শুরুথেকেই সফলতার প্রমান দিয়েছে। আগামিতে এর ধারাবাহিকতা অভ্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলায়ত করেন, মো. নুরুল ইসলাম, কেরাত পরিবেশন করেন, মাহফুজ, হামদ পরিবেশন করেন মাদ্রসার শিক্ষার্থী গোলাম মের্শেদ রিয়াদ ও সিদরাতুল মুনতাহার।
সবক অনুষ্ঠানে বিশেষ দোয় ও মোনাজাত
পরিচালনা করেন, অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. নিজামুল হক।
এসময় মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং অভিবাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।