মোঃ আলমগীর হোসেন।।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
৩ তারিখ মধ্য রাত ছিল প্রচার প্রচারণার শেষ সময়।
হাইমচর উপজেলা ২নং আলগী দূ: উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ এর মোটরসাইকেল মার্কার সমথর্ন বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি সোমবার, বিকাল ৪ টায় বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা জনস্রোত পরিনত হয়েছে আলগী ইউনিয়ন বাসী উপস্থিত হয়।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মী ও ভোটাররা মিছিল নিয়ে জনসভায় অংশ নিয়েছেন।
বিশাল কর্মীসভায় আমিনুল হক মনা পাটওয়ারীর সভাপতিত্বে ও নেছার মাষ্টারের পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত জনতার মাঝে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ বক্তব্য বলেন আলগী উত্তর ইউনিয়ন বাসী ঐক্যবদ্ধ হয়েছে মোটরসাইকেল মার্কার বিজয় নিশ্চিত করার জন্য। কারো দ্বারা ভোটের পরিবেশ নষ্ট হলে উত্তর ইউনিয়ন মেনে নিবেনা। সকলেই সুস্থ ও নিরপেক্ষ ভাবে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। তাই আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনি ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী পাঁচ জানুয়ারি মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
কর্মীসভায় উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সমাজ সেবক গনি মিয়া ছৈয়াল, আলগী উত্তর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান কাজী, ইব্রাহিম হোসেন তালুকদার, রহমান পাটওয়ারী, ইউপি সদস্য মিজানুর রহমান, বাদল দেওয়ান, দেলোয়ার হোসেন পেদা, আলী আজম পেদা, মনা মিয়া পাটওয়ারী, হাবিবুর রহমান সিকদার, নুরুল ইসলাম ভুইঁয়া, হাকিম দেওয়ান সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।