শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

reporter / ১৭ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে
…….. উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া

এফ.এ.মানিকঃ শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে উপজেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) এর উদ্যোগে ইংলিশ ডোর’র উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইংরেজি মাধ্যম নিয়ামক হিসেবে কাজ করে। ইংরেজি ভাষা শিখলেই হবে না, চর্চায় রাখতে হবে। চর্চার মধ্যে থাকলে ধরে রাখতে পারবে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। ফাউন্ডেশন আরো একটি কাজ করতে পারে, তা হলো প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে তাদেরকে ভাষা শিক্ষার একটি ক্লাস চালু করতে পারেন। দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল ও মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্মকর্তা শামছুল আলম সাঈদ প্রমুখ


এই বিভাগের আরও খবর