নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচুলি গ্রামে গলায় ফাঁস দিয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য কাদির গাজী জানান মধ্য ইচুলি গাজী বাড়ি মৃত ফজল গাজীর ছেলে মানসিক রোগী শুক্কুর গাজী(৩০)প্রতিদিনের মতো তার ঘরে রাতে ঘুমিয়ে ছিল। সে প্রতিদিন দুপুরের পর ঘুম থেকে উঠে ভাইদের ঘরে গিয়ে দুপুরের আহার করতো।
গতকাল শুক্রবার দুপুর গড়িয়ে গেলে ঘুম থেকে না উঠায় তার ভাবি দরজায় গিয়ে ডাকাডাকি করলে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় শুক্কুর পরনের টাউজার দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলে ছিল। পরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ কে অবগত করলে উপ পরিদর্শক মুকবুল হোসেন ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।