মাহবুব আলম প্রিয়ঃ
রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিন ব্যাপি উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্ল্যানিং এডিটর ও রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা এ কে এম মঞ্জুরুল ইসলাম, প্রধান উপদেষ্টা আলম হোসেন, শিল্পপতি লায়ন মোজাম্মেল হক ভুইয়া, ফটো সাংবাদিক ও লেখক এম এ তাহের, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহা সচীব লায়ন মীর আব্দুল আলীম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন প্রমূখ।