বিশেষ প্রতিনিধিঃ
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা হাইমচর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেঘনা নদীর বুকে জেগে উঠা চর বেষ্টিত হাইমচর ইউনিয়নে সামাজিক মূল্য রক্ষা, আইন শৃংখলা উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সামাজিক যোগাযোগ উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম কে সহায়তার আহবান জানান, তিনি আরো বলেন আসন্ন ইউপি নির্বাচনে যাতে আইন শৃংখলা বিঘ্ন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
হাইমচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার এর সভাপতিত্বে ও এসআই আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ওসি তদন্ত সুব্রত কুমার, সমাজ সেবক আবদুল হক মোল্লা, ইউপি সদস্য নাজমা বেগম, ওবায়দুল্লাহ বকাউল সহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।