মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে চাল বিতরন নিয়ে অনিয়ম ও অর্থ হাতিয়ে নিচ্ছেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জেলেদের অভিযোগ ২০০ টাকার বিনিময়ে চাল দেয়।
১১ মার্চ শনিবার সকালে গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিবন্ধিত জেলে নাছির আহমেদ ঢালী, পিতা আবুল বাশার, ১ নং ওয়ার্ডের জেলে ছিডু মৈশাল, পিতা শামসুল মৈশাল, ৪ নং ওয়ার্ডের জেলে জুলফিকার আলি জুলহাস পিতা করিম ঢালী, ৬ নং ওয়ার্ডের জেলে ইউসুফ মাঝি বলেন আমরা সকালে চাল আনতে পরিষদে যা-ই কিন্তু আমাদেরকে ইউপি চেয়ারম্যান সবুজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান মিয়া বলে তোমরা নৌকা মার্কায় ভোট দিসো কেন তোমাদেরকে চাল দেওয়া হবে না। জেলেরা আরো বলেন আমরা গরীব মানুষ আমরা নৌকা প্রতীকীকে ভোট দেওয়া কি দোষ আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।