শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুরে এক মাসের অভিযানে ৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

reporter / ৩০২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
  জাটকা রক্ষায় মার্চ এপ্রিল  দু’মাসের অভিযান চলমান রয়েছে।  এরইমধ্যে  চাঁদপুরে ১ মাসের অভিযানে  ৬৮ মামলায় ৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।এছাড়াও ১৯ জন জেলেকে ৭৮ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময়ের মধ্যে ২৪ টি নৌকা আটক,   ৯৮.৩৪ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২ হাজার ১ শত ৫০ কেজি জাটকা  জব্দ করা হয়েছে।৬ টি নৌকা নিলামে ২ লাখ ২৪ হাজার ৫ শত ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে।১ মার্চ থেকে  ৯ এপ্রিল পর্যন্ত  মোট ৮১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  চাঁদপুর মৎস্য অফিসের ১ মার্চ থেকে ৯  এপ্রিল পর্যন্ত  প্রাপ্ত   রিপোর্টের আলোকে   এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, চলমান অভিযান সফল করার লক্ষ্যে  প্রশাসনিকভাবে সর্বাত্মক চেষ্টা করা হলেও  স্থানীয় ইউপি সদস্য ও  চেয়ারম্যানদের   নীরব ভূমিকা ও কোন কোন জায়গায় নৌ-পুলিশের গাফিলতি দেখা যাচ্ছে।ফলে প্রথমদিকে অভিযান অনেকটা সফল হলেও এপ্রিলের শুরু থেকে   বিভিন্ন জায়গায়  জেলেদেরকে জাটকা ধরতে দেখা যায়।  অভিযোগ রয়েছে নৌ-পুলিশের স্প্রীট বোর্ড চালক   জেলেদের সোর্স হিসেবে কাজ করে।
এবিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আতাউর রহমান জানান, আমরা অভিযান সফল করার জন্য সর্বাত্মক  চেষ্টা করে যাচ্ছি।  আমাদের লক্ষ্য হলো জেলেরা যাতে কোন অবস্থাতেই নদীতে  নামতে না পারে।তারপরও আমাদের কিছু কিছু সমস্যা রয়েছে। সেগুলো মাথায় রেখে সামনে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন ,এখনো পর্যন্ত  আমাদের অভিযান অনেকটাই ভালো অবস্থানে । তবে কোথাও কোন সমস্যা হলে আমরা তড়িৎ ব্যবস্থা নিব।


এই বিভাগের আরও খবর