নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে বৃহত্তম কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় ঘোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ের উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে জাটকা সংরক্ষেন কার্যক্রম বাস্তবায়নে ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে
চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা
মোঃ মাহবুব রশীদ, চাঁদপুর নৌ পুলিশের এস আই নাছির উদ্দিনসহ বেশ কয়েকজন প্রশিক্ষণ দেন। এ সময় বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে নদীর তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
জেলেরা দুই মাস নদীতে জাটকা রক্ষা করার লক্ষে প্রশিক্ষণে তারা বুঝানো হয়, তাদেরকে বিকল্প আয়ের জন্য দুটি করে ছাগল দেওয়া হবে বলে মৎস্য কর্মকর্তা জানানা।