পরিবেশকে সুরক্ষা প্রদান করে দেশকে বাসযোগ্য রাখতে হবে
—- জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ
‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে ‘ এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিবেশকে সুরক্ষা প্রদান করে দেশকে বাসযোগ্য রাখতে হবে। এ লক্ষ্যে জলাধার গুলোর গুলো দখল ও দূষণ রোধ, প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সীমিত করা এবং এর অপব্যবহার রোধে সোচ্চার হওয়া, বৃক্ষ রোপন, ভূগর্ভস্থ পানির সুরক্ষা প্রদান করতে ভূ-পৃষ্ঠে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নাই বলে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বড়ুয়া, সনাক টিআইবির সভাপতি পীযুষ কান্তি বড়ুয়া,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও গীতি পাঠ করেন চন্দনা রানী শীল।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উদযাপনে শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা মোট ২০ জন বিজয়ের মাঝে প্রধান অতিথি সনদ ও ক্রেস্ট প্রদান করেন