নিজস্ব প্রতিবেদকঃ
শোক হোক শক্তি, শক্তি থেকে জাগরণ শীর্ষক চাঁদপুর সদর ও পৌর যুবলীগের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। এসময় তিনি বলেন, শোক কে শক্তিতে বলিয়ান করে যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিরোধ গড়ে তোলতে হবে। যুবলীগ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখবে। সরকারের উন্নয়নের কর্মকান্ড প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস।
সভায় চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক আঃ মালেক শেখ এর সভাপতিত্বে ও সদর থানা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন এর সঞ্চালনায় জেলা যুবলীগের সদস্য মুকবুল মিয়াজি, আঃ গনি সহ চাঁদপুর জেলা, পৌর ও সদর থানার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময়ে চাঁদপুর সদর ও পৌর যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।