শিরোনাম:
বর্ণিল আয়োজনে চাঁ.স.ক শিবিরের প্রকাশনা উৎসব কচুয়ায় একটি বাড়ি নিয়ে ‘ধৈয়ামুড়ি’ গ্রাম স্কুল মাঠে খেলতে গিয়ে আ*গু*নে ঝলসে যাওয়া বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে ফরিদগঞ্জে নোয়াপাড়া নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন— মতলবে শিশু আদিবার হ*ত্যা*কারী ইমনের বসত*ঘর পুড়ি*য়ে দিলো উত্তে*জিত জনতা মতলব দক্ষিণে উষার স্পোটিং ক্লাবের কর্যালয়ে হামলা ও ভাং*চুর অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মতলবে জহির মিজির সংবাদ সম্মেলন কচুয়ায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন ও পথ সভা অনুষ্ঠিত মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জন্মাষ্টমী উপল‌ক্ষে চাঁদপুর ম‌ডেল থানার ও‌সির সা‌থে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃ‌ন্দের মতবিনিময়

reporter / ১০০ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী উপল‌ক্ষে শোভাযাত্রা শা‌ন্তিপূর্ণভা‌বে উদযাপ‌নের ল‌ক্ষে চাঁদপুর ম‌ডেল থানায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃ‌ন্দ ও বি‌শিষ্ট জন‌দের সা‌থে এক সভায় মিলিত হয়েছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম।
সভাপ‌তির বক্তব্যে চাঁদপুর ম‌ডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম ব‌লেন, অতী‌তে যেভা‌বে শোভাযাত্রা হ‌য়ে‌ছে সে‌দি‌কে নজর রাখ‌তে হ‌বে। শোভযাত্রা বাদ আছ‌রের প‌রে শুরু হ‌য়ে বাদ মাগরীবের ম‌ধ্যে শেষ করার বিষ‌য়ে নজর রাখা। নেতৃবৃন্দ‌কে শোভাযাত্রা সুশৃঙ্খল কর‌তে প্রধান ভূ‌মিকা রাখতে অনু‌রোধ জানান ও‌সি। জন্মাষ্ঠমীর শোভাযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল কর‌তে সক‌লের  শোভাযা কামনা ক‌রেন।

আরো বক্তব্য রাখেন,  হ‌রি‌বোলা স‌মি‌তির সভাপ‌তি অজয় কুমার ভৌ‌মিক, জেরা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর রন‌জিৎ কুমার ব‌নিক, স‌ন্তোষ কুমার দাস, মু‌ক্তিযোদ্ধা অ‌জিত সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাধা গো‌বিন্দ গোপ, তপন সরকার, মধুসুদন পেদ্দার, মা‌নিক পোদ্দার, শমীরন ভঞ্জ, প্রবীর পেদ্দার, ডা. প্রনব চৌধুরী, কর্ন ত্রিপুরা, প্রশান্ত সেন, প্রকৌশলী কেশব কর, খোকন পেদ্দার, রতন দত্ত প্রমুখ।

সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে ওই দিন বিকালে  আছ‌রের নামা‌জের প‌রে শোভাযাত্রা শুরু হ‌য়ে বাদ মাগ‌রিব আযা‌নের পূ‌র্বে শোভাযাত্রা শেষ করা হবে। বাদ আছ‌রের পূ‌র্বে বি‌ভিন্ন ম‌ন্দির থে‌কে শোভাযাত্রা শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় উপ‌স্থিত থাকার জন‌্য সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরও খবর