ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে
গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ও
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ধর্ষণকান্ডের মূল হোতা কথিত যুবলীগনেতা
শিমুল মিজির(২৪) সহযোগী ইজাজা হোসেন(২৩), সাব্বির
হোসেন(২৪) এবং লিপি বেগম(২৩)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ
করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার দুপুরে দশম শ্রেনীতে পড়–য়া ওই
শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার বাড়ীতে যাওয়ার পথে যুবলীগ
নেতা শিমুল মিজি এবং তার দুই বন্ধু ইজাজা হোসেন ও সাব্বির
হোসেন জোর পূর্বক তুলে নিয়ে লিপির বাড়িতে যায়। সেখানে লিপির
সহায়তায় তাকে ধর্ষণ করে শিমুল। এ সময় শিমুলের সহযোগীরা
ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণের শিকার
ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার মা বাদী হয়ে
রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তামো. শহীদ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত তিন জনকে
আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রধান অভিযুক্ত শিমুলকে
গ্রেফতারের চেষ্টা চলছে।