প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, দায়িত্ব সবার ভাগ্যে জোটে না। এটি মহান আল্লাহ নির্ধারণ করে দেন। জনপ্রতিনিধি হওয়া অনেক বড় সৌভাগ্যের। এই পরিষদের সাবেক চেয়ারম্যান এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করছে। আমি অনুরোধ করব সেই ধারাবাহিকতা ধরে রেখে বর্তমান চেয়ারম্যানও সরকারের উন্নয়ন কাজকে আরও এগিয়ে নেবেন।
সদ্য বিদায়ী চেয়ারম্যানের বক্তব্য মোঃ তাজুল ইসলাম মিজি বলেন, আমি সৌভাগ্যবান যে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করে আমি চেয়ারম্যান হয়েছি। জনগণের ভোটে চেয়ারম্যান হবার পর এলাকার উন্নয়নে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালে পাঁচ বছরের মধ্যে গত দুই বছর করোনার দুর্যোগের মধ্যে কেটেছে। এই দুর্যোগে আমি সরকারের যত সহযোগীতা জনগণের কাছে পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থে এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি নিজে খাবার পৌঁছে দিয়েছি। যার কারণে পরপর দুইবার আমি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তবুও দায়িত্ব পালনকালে আমার অগোচরে কোন ভুলত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অসমাপ্ত কাজগুলো বর্তমান চেয়ারম্যান সম্পন্ন করবেন বলে আমি আশা রাখি। আমি আমৃত্যু বালিয়া ইউনিয়নবাসীর সেবা করে যাব।