শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

বিশিষ্ট কথাসাহিত্যিক রোকেয়া ইসলামের জন্মদিন পালিত

reporter / ২৬৭ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরের  বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বৃহস্পতি আড্ডার সভাপতি রোকেয়া ইসলামের জন্মদিন উদযাপন করা হয় ।
গতকাল তার জন্মদিন উদযাপন আড্ডায় ভার্চ্যুয়ালে যোগ দিয়েছিলেন জাতিসত্তার  কবি  ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, কবি নাসির আহমেদ , কবি বিমল গুহ, কবি মাহমুদ কামাল, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি শাহীন রেজা,  কবি কাজল চক্রবর্তী, , কথাসাহিত্যিক মিলা মাহফুজ, কবি কামরুল বাহার আরিফ, কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার,  কবি নাহার আহমেদ, কবি সরকার মাহবুব, লেখক রেখা রায়, গীতিকার শাহান আরা পারুল,  কবি হিমাংশু মোহন পাল ও কবি নিলুফা জামান , বক্তারা রোকেয়া ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা  জানান ।  তার সৃজনশীলতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ নিয়ে আলোচনা করেন ।
তিনি যে একজন অত্যন্ত মিশুক এবং স্নেহশীল মানুষ এ বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে। কবি রোকেয়া ইসলাম জন্মদিন উপলক্ষে এ আয়োজনে তার অনুভূতি ব্যক্ত করেন ।  তিনি তার প্রতি মানুষের এ ভালোবাসায় আপ্লুত হয়েছেন এবং সবসময় মানুষের ভালোবাসায় যেন থাকতে পারেন এই দোয়া ও আর্শীবাদ কামনা করেন । অনুষ্ঠানে কবির প্রতি নিবেদিত কবিতা পাঠ করা হয়। আটটায় শুরু হওয়া আড্ডা  সাড়ে দশটা পর্যন্ত চলে । আড্ডাটি সঞ্চালনা করেন কবি রুদ্র মোস্তফা ।
উল্লেখ্য,  কবি রোকেয়া ইসলাম ১৯৫৯ সালের ৪ ফেব্রয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর