সরকারি নির্দেশনা অমান্য করে মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে যাওয়ায় ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। গত (২২অক্টোবর) রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মেঘনা নদী থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে মোঃ জিলানী বেপারী, আমিরাবাদ গ্রামের মো.আজগর আলীর ছেলে মো.সোহেল, একই গ্রামের মো. সনু মিয়ার ছেলে মো. শরীফ হোসেন, চাঁদপুর সদরের মনোয়ারকান্দি গ্রামের মৃত-হাসমত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত নবাব আলী হাওলাদারের ছেলে মোঃ ইউসুফ হাওলাদার।
আটককৃতদের কাছ থেকে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।