হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব হলো শারদীয় দূর্গা উৎসব। এ উৎসবের আর মাত্র বাকী ৩ দিন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম বলেছেন, চাঁদপুর সদর উপজেলায় এ বছর ৪০ টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।তার মধ্যে পৌর এলাকায় ৩৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শহরের গুরুত্ব পূর্ণ মণ্ডপ গুলোতে রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত কমিউনিটি পুলিশ নজরদারিতে রাখতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, শহরের গুরুত্ব পূর্ণ মণ্ডপ গুলো হলো, মেথা রোড পূজা মণ্ডপ, প্রতাপ সাহা রোড পূজা মণ্ডপ, মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, মুন্সেফ পাড়া ( নতুন) পূজা মণ্ডপ, পালপাড়া শীতলা মন্দির,গোপাল জিউর আখড়া, কালিবাড়ি মন্দির, কদমতলা স্কুল ( অকাল বোধন সংর্ঘ), পুরান বাজার এলাকার দাস পাড়া পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ,পালপাড়া পূজা মণ্ডপ, মৈশাল বাড়ি পূজা মণ্ডপ, বারোয়ারি পূজা মণ্ডপ সহ সড়কের পাশে যে সব মণ্ডপ রয়েছে সেই সব পূজা মণ্ডপে কমিউনিটি পুলিশ টহল সদস্যরা নজর দারিতে রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।
তিনি আরো বলেন, আমরা চাই আমাদের থানা এলাকার সকল মণ্ডপে যেন সবাই শান্তিপূর্ন ভাবে আনন্দের মাঝে এ উৎসব উদযাপন করতে পারে সেজন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টিতে রয়েছি।