মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচরে অবৈধ বালু উত্তোলন কারী বালুখেকোদের ৯ টি বালু ভর্তি জাহাজ ও ১০জন কে আটক করে হাইমচর থানা পুলিশ।
১২ ই মার্চ রোজ রবিবার আনুমানিক রাত ২ টায় টায় নীলকমল ইউনিয়নের বাহের চর থেকে বালু খেকুদের ৯ টি জাহাজ ও আসামীদের আটক করা হয়
চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন এর সীমানায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং বালি নিয়ে যাওয়ার সময় রবিবার রাতে বাহেরচর পুলিশ ঈশানবালা খালে বালু ভর্তি ৯টি জাহাজ আটক করেছে, বোট মালিকপক্ষ এখন ভুয়া কাগজ বানিয়ে বোট ছাড়িয়ে নেয়ার পায়তারা করছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়ে হাইমচর থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সহ হাইমচর বাসী